আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬
ছবি: এনডিটিভি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৫৩ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৩১
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন।
কাবুলের দক্ষিণাঞ্চলীয় এলাকা কালা-ই-বখতিয়ারে স্থানীয় সময় সোমবার বিকেলে এ হামলা হয় বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির
পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করে দেখছে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছেন, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তের কাজ চলছে। এছাড়া নিহতদের মধ্যে একজন নারী।
তবে এই ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি।
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসে। তারপর থেকে আফগানিস্তানে সন্ত্রাসবাদীদের হামলার সংখ্যা কমেছে। তালেবানও জানিয়েছে, তারা নিরাপত্তার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।
- বিষয় :
- আফগানিস্তান
- বোমা হামলা
- নিহত