সামরিক আইনে ইমরান খানের বিচার করার ইঙ্গিত পাকিস্তান সেনাবাহিনীর

ইমরান খান। ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:২৯
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, সামরিক আইনে বলা আছে, কেউ যদি আর্মি অ্যাক্টের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ব্যক্তিগত কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেন কিংবা এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইমরান খানকে সামরিক আইনে বিচারের মুখোমুখি করার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে প্রশ্নটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন আহমেদ শরিফ চৌধুরী। তিনি বলেন, এটি বিচার-বিবেচনার বিষয়। তবে কোন পরিস্থিতিতে সামরিক আইনের আওতায় বেসামরিক ব্যক্তির বিচার করা যেতে পারে, তা উল্লেখ করেছেন এ সেনা কর্মকর্তা।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেপ্তারের জেরে গত বছরের ৯ মে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই দিন সরকারি বিভিন্ন ভবনের পাশাপাশি সেনানিবাসসহ বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের আইনবিষয়ক মুখপাত্র আকিল মালিকও বলেছেন, ৯ মের সহিংসতার ঘটনায় পাকিস্তান আর্মি অ্যাক্ট, ১৯৫২-এর আওতায় ইমরানের বিচার হতে পারে।
- বিষয় :
- ইমরান খান
- পাকিস্তান
- তেহরিক-ই-ইনসাফ