ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

সহিংস মণিপুরে মুখ্যমন্ত্রীর ৮ দফা দাবি

অ্যান্টি-ড্রোন ব্যবস্থা মোতায়েন

সহিংস মণিপুরে মুখ্যমন্ত্রীর ৮ দফা দাবি

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:৫৬

মণিপুরের অস্থির পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকার কেন্দ্রের কাছে আট দফা দাবি পেশ করেছে। এর মধ্যে অন্যতম দাবি হলো উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাপনা তদারককারী ইউনিফাইড কমান্ডের নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া। বর্তমানে এই কমান্ড নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে পরিচালিত হচ্ছে। খবর এনডিটিভির।

সূত্র জানায়, মুখ্যমন্ত্রী বীরেন সিং এবং বিজেপি ও তার মিত্র দলের বিধায়করা রাজ্যপাল লক্ষ্মণ আচার্যের কাছে এই দাবিগুলোর তালিকা জমা দিয়েছেন। তাদের দাবি অনুযায়ী, সংবিধানের আওতায় নির্বাচিত সরকারকে ইউনিফাইড কমান্ডের পূর্ণ ক্ষমতা ও দায়িত্ব দেওয়া উচিত। এ ছাড়া কুকি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারের অস্ত্রবিরতির চুক্তি বাতিল করা, যাতে নিরাপত্তা বাহিনী কঠোর অভিযান পরিচালনা করতে পারে। চলতি বছরের জানুয়ারিতে মণিপুরের একটি সর্বদলীয় বৈঠকেও কেন্দ্র ও রাজ্য সরকারকে এই চুক্তি বাতিলের আহ্বান জানানো হয়েছিল, যাতে কুকি বিদ্রোহীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অভিযান চালানো সম্ভব হয়। অন্যদিকে তালিকায় রাজ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য কেন্দ্রকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। মণিপুরে গত বছরের মে মাসে শুরু হওয়া জাতিগত সংঘাতের পর থেকেই রাজ্যে সহিংসতা চলছে। মুখ্যমন্ত্রী ও বিজেপির বিধায়করা রাজ্যের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার দাবিসহ সীমান্তে বেড়া নির্মাণের কাজ সম্পন্ন, জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) কার্যকর এবং সব অবৈধ অভিবাসীকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

এদিকে ড্রোন-রকেট হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনায় কয়েকজনের প্রাণহানির পর রাজ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ড্রোন ব্যবহার করে বিচ্ছিন্নতাবাদীদের বোমা হামলা চালানোর ঘটনায় স্থানীয় প্রশাসনের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় রোববার রাজ্যজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অ্যান্টি ড্রোন ব্যবস্থাও।

আরও পড়ুন

×