ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ট্রাম্পকে দ্বিতীয়বার হত্যাচেষ্টা

পুরো গলফ কোর্স পর্যবেক্ষণ করেনি সিক্রেট সার্ভিস 

সন্দেহভাজন ঝোপের মধ্যে ওত পেতে ছিলেন প্রায় ১২ ঘণ্টা

পুরো গলফ কোর্স পর্যবেক্ষণ করেনি সিক্রেট সার্ভিস 

আহত ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২০:১৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প খেলা শুরুর আগে গলফ কোর্সটির পুরো সীমানা পর্যবেক্ষণ করা হয়নি বলে স্বীকার করেছে সিক্রেট সার্ভিস। এই স্বীকারোক্তি সাবেক প্রেসিডেন্টকে নিরাপত্তা দেওয়া সংস্থাটিকে দুই মাস পর নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

গত রোববার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে ট্রাম্পকে আবারও হত্যাচেষ্টা করা হয়। সিক্রেট সার্ভিস সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এর আগে গত জুলাইয়ে পেনসিলভানিয়ায় ট্রাম্পকে প্রথম হত্যাচেষ্টার সময় একই ভুল করেছিল সংস্থাটি।

নির্বাচনে একজন ভাইস প্রেসিডেন্ট ও একজন সাবেক প্রেসিডেন্টের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার সময় সিক্রেট সার্ভিসের দক্ষতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 

সিক্রেট সার্ভিস এজেন্টরা গলফ কোর্সের কাছে একটি ঝোপের মধ্যে বন্দুকধারী একজনকে দেখতে পেয়ে গুলি চালান। ট্রাম্প যেখানে খেলছিলেন সেখান থেকে ওই বন্দুকধারী মাত্র কয়েকশ গজ দূরে ছিলেন। সন্দেহভাজন ওই ব্যক্তি ঘটনাস্থলে একটি একে-৪৭ স্টাইলের অ্যাসল্ট রাইফেল, দুটি ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ফেলেই গাড়িতে করে পালিয়ে যান। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআর জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী রায়ান ওয়েসলি রুথের (৫৮) মোবাইল ফোনের সিগন্যাল অনুসারে, তিনি ওই ঝোপের মধ্যে প্রায় ১২ ঘণ্টা ওত পেতে ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক রোনাল্ড এল রো জুনিয়র বলেন, ‘ট্রাম্পের সত্যিই সেখানে যাওয়ার কথা ছিল না। আনুষ্ঠানিক সূচিতে তাঁর গলফ ক্লাবে যাওয়ার কোনো তথ্য ছিল না।’ তবে রোনাল্ড তাঁর বক্তব্য স্পষ্ট করেননি। এর অর্থ হতে পারে যে, এজেন্টরা গলফ কোর্সটির পুরো সীমানা পর্যবেক্ষণ করার পর্যাপ্ত সময় পাননি। তবে প্রায়ই ছুটির দিন রোববার ট্রাম্প তাঁর ফ্লোরিডার একটি কোর্সে গলফ খেলেন।

গলফ ক্লাবের ঝোপের মধ্যে বন্দুকের নল খুঁজে বের করার জন্য রোনাল্ড তাঁর এজেন্টদের প্রশংসা করেন। এরপরই অনুসন্ধান শুরু হয় এবং রুথকে আটক করা হয়। সোমবার তাঁকে ওয়েস্ট পাম বিচের ফেডারেল আদালতে হাজির করা হয়। তাঁকে দুটি অস্ত্র-সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে। গোয়েন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে রুথ তাঁর পক্ষে আইনজীবী রাখার দাবি করেন।

২০২১ সালে অবসর নেওয়ার আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে রক্ষায় দায়িত্ব পালন করা সিক্রেট সার্ভিস এজেন্ট বেথ সেলসটিনি বলেন, ‘আমি এই প্রতিবেদনে খুবই উদ্বিগ্ন যে সন্দেহভাজন ব্যক্তি প্রায় ১২ ঘণ্টা ঝোপের মধ্যে ছিল। সিক্রেট সার্ভিসের প্রটোকল অনুযায়ী আগেই তাঁকে খুঁজে বের করা উচিত ছিল।’

এজেন্সিতে ২৬ বছর দায়িত্ব পালন করা রোনাল্ড লেটন প্রশ্ন তোলেন, এটাই কি সৌভাগ্য যে গুলি ছোড়ার আগেই আপনি সন্দেহভাজনকে শনাক্ত করতে পেরেছিলেন। এই ধরনের হুমকির জন্য আসলেই কি আপনার কাছে উপযুক্ত ব্যবস্থা ছিল? ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং হুমকির পরিবেশ পরিচালনায় সিক্রেট সার্ভিস কর্মীদের ওভারটাইম ও সুযোগ-সুবিধার জন্য কংগ্রেসের তহবিল বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

×