ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

ব্রাজিলে উদ্ধার অভিযানে যাওয়া হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ব্রাজিলে উদ্ধার অভিযানে যাওয়া হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি। ছবি: ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪ | ১৮:২৯ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ | ১৮:৩২

ব্রাজিলে উদ্ধার অভিযানে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন দমকলকর্মী, একজন নার্স ও একজন চিকিৎসক। ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে এ ঘটনা ঘটে। শনিবার এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার।

অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট হেনরিক বার্সেলোস জানান, শুক্রবার বিকেল থেকে হেলিকপ্টারটি নিখোঁজ ছিল। শনিবার সকালে ওরো প্রেটো শহরের কাছে সন্ধান পাওয়া যায়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওরো প্রটোর কাছে বিধ্বস্ত হওয়া একটি ছোট বিমান অনুসন্ধানে সহায়তার জন্য শুক্রবার এই ক্রুদের পাঠানো হয়েছিল।

আরও পড়ুন

×