ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

জম্মু ও কাশ্মীর বিধানসভায় ফের বিশৃঙ্খলা

জম্মু ও কাশ্মীর বিধানসভায় ফের বিশৃঙ্খলা

ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪ | ১৪:৩২ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ | ১৪:৩২

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অবিলম্বে পুনর্বহালের দাবিতে একটি বিতর্কিত প্রস্তাব নিয়ে রাজ্যের বিধানসভায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (এনসি) দল বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি নতুন রেজ্যুলুশন উত্থাপন করা হচ্ছিলো, তখন এই বিতর্কের শুরু হয়। এ সময় চিৎকার চেচামেচি, হাতাহাতি এবং কয়েকজন সদস্য বাড়ির কুপে ঝাঁপিয়ে পড়েন। পরে বিজেপির সবাই বিধানসভা থেকে বের হয়ে যান। খবর এনডিটিভির

ন্যাশনাল কনফারেন্সে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে রেজ্যুলুশন উত্থাপিত হয়। বিজেপি এটার বিরোধিত করে। রেজ্যুলুশনকে অবৈধ আখ্যা দিয়ে এটা প্রত্যাহারের দাবি জানায় বিজেপি। এ সময় স্পিকার আবদুল রহিম রাথার এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, সংসদ নিজেই স্পিকার নয়, পাস করা কোনো প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সংসদ। 

এর আগে বুধবার (৮ নভেম্বর) বিজেপির বিরোধীদলীয় নেতা সুনীল শর্মার বক্তৃতার সময় আওয়ামী ইত্তেহাদ পার্টির (এআইপি) নেতা শেখ খুরশিদ আর্টিকেল ৩৭০ এবং ৩৫-এর (এ) ধারা পুনরুদ্ধারের দাবিতে একটি ব্যানার ধরে বিধানসভায় প্রবেশ করেন। বিজেপি বিধায়করা তাদেরকে বাধা দেন এবং ব্যানার ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এ সময় সেখানে হাতাহাতি হয়। পিপলস কনফারেন্স বিধায়ক সাজাদ লোন খুরশিদকে সমর্থন করেন। এর পরেই ১৫ মিনিটের জন্য হাউস স্থগিত করা হয়। 

একটি ভাষণে মন্ত্রী সতীশ শর্মা বিজেপির কর্মকাণ্ডের নিন্দা করেন, তাদের বিভাজনমূলক কৌশলের ব্যাপারে অভিযোগ করেছেন। শর্মা দাবি করেছেন, বিজেপি বিধায়করা নথির প্রতিবাদ করার সময় দাঁড়িয়ে অভিযোগ করে সংবিধানকে অসম্মান করেছেন। তিনি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

বিজেপি বিধায়ক আরএস পাঠানিয়া আঞ্চলিক দলগুলোর কাজকে বিধানসভার অখণ্ডতার সঙ্গে আপস করার চেষ্টা আর্টিকেল ৩৭০ বাতিল করার বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, বুধবার বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে একটি প্রস্তাব পাস করেছে কাশ্মীর বিধানসভা। কেন্দ্রের সঙ্গে আলোচনা চাওয়া হয়েছে ওই প্রস্তাবে।

আরও পড়ুন

×