ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ইসরায়েলি আগ্রাসন

গাজা ও লেবাননে হামলায় নিহত শতাধিক

গাজা ও লেবাননে হামলায় নিহত শতাধিক

ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪ | ২০:৪৮ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ | ২০:৫৭

ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৪২ জনই নিহত হয়েছেন গাজার উত্তরাঞ্চলে। অন্যদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে চালানো ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত হয়েছেন। আহত ১৬১ জন।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। চলমান এই হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৫০৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘ। আহত হয়েছেন লাখো ফিলিস্তিনি। এ ছাড়া এই পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩ হাজার ১০২ জন। আহত ১৩ হাজার ৮১৯ জন।

জাতিসংঘ মহাসচিবের সহযোগী মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে বলেছেন, উত্তর গাজার সব মানুষ রোগ, দুর্ভিক্ষ ও সহিংসতায় মৃত্যুর আসন্ন ঝুঁকিতে রয়েছে। সেখানে ফিলিস্তিনিদের কোনো সুরক্ষা নেই। কারণ, বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত সহকর্মীরা আবার জোর দিয়ে বলেছেন, উত্তর গাজা, তথা পুরো গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের অবশ্যই রক্ষা করতে হবে। বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী। কিন্তু সেখানে পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, আর হলেও ঘরে ফিরতে পারবে কিনা– তা নিয়ে শঙ্কায় পড়েছেন ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার গাজা সিটির একটি স্কুলের শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত পরিবারগুলোর ওপর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

অন্যদিকে আমস্টারডামে ইসরায়েলি ফুটবল দল মাক্কাবি তেল-আবিব ও অ্যাজাক্স আমস্টারডামের ম্যাচের পর সংঘাত জড়িয়ে পড়ে। এই ঘটনাকে ‘ইহুদি বিদ্বেষের’ উদাহরণ হিসেবে অভিহিত করে শুক্রবার এর তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। ডাচ পুলিশের মুখপাত্র জানান, এ ঘটনার জেরে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হতাহতের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কফ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলিদের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী হামলার ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয়। খবর আলজাজিরা ও রয়টার্সের।

আরও পড়ুন

×