ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

গাজাজুড়ে তীব্র হামলা ইসরায়েলের, নিহত ৯৬

নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা

গাজাজুড়ে তীব্র হামলা ইসরায়েলের, নিহত ৯৬

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২২:৩৭

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার সকাল থেকে চালানো এ হামলায় ৯৬ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার বেইত লাহিয়া, নুসিরাত ও বুরেজের আবাসিক ভবন লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। খবর আল-জাজিরার

গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, দখলদার ইসরায়েলের সেনারা জানত, এই বাড়ি ও আবাসিক ভবনগুলোয় বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে। যাদের বেশির ভাগই শিশু ও নারী। এটিকে গণহত্যা উল্লেখ করে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও অন্যান্য সহযোগী দেশগুলোকে ‘জাতিগত নির্মূল যুদ্ধের ধারাবাহিকতার’ জন্য সম্পূর্ণরূপে দায়ী করেছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা অন্তত ৪৩ হাজার ৮৪৬ জনে দাঁড়িয়েছে। 

দখলদার দেশটি একইভাবে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বৈরুতের দক্ষিণ শহরতলির হাদাথ এলাকায় সেন্ট জর্জ হাসপাতালের কাছে একটি এবং দক্ষিণ বৈরুতের চিয়াহপাড়ায় মার মাইকেল চার্চের কাছে একটি ১২ তলা আবাসিক ভবনকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলায় আশপাশের স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। 

ইসরায়েলের অধিকৃত শহর হাইফার উত্তরে ‘রকেটের ব্যারেজ’ দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, হাইফা উপসাগর ও পশ্চিম গ্যালিল এলাকায় সকালে সাইরেন বেজে উঠলে ২০টি রকেট শনাক্ত করা হয়। 

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা ছোড়া হয়েছে। তবে ওই বোমা গিয়ে পড়েছে বাড়ির বাগানে। পুলিশ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সিজারিয়া শহরে শনিবার ওই হামলা চালানো হয়। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

লেবাননকে যে কোনো পরিস্থিতিতে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি লারিজানি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। শুক্রবার বৈরুত সফরে যান আলি লারিজানি। 

whatsapp follow image

আরও পড়ুন

×