ফের উত্তপ্ত মণিপুর
মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা, কারফিউ জারি
মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২২:৫৯
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে হামলা হয়েছে। উন্মত্ত জনতার একটি দল মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। তবে শনিবার রাতে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। এ ছাড়া রাজ্যটির তিন মন্ত্রী ও ছয় বিধায়কের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। এ ছাড়া রাজ্যটির বেশ কয়েকটি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেটও। রোববার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স ও এনডিটিভি।
মণিপুরের জিরিবাম জেলায় মেইতেই জনগোষ্ঠীর নিখোঁজ ছয়জনের মৃতদেহ পাওয়ার পর উত্তেজনা শুরু হয়। নিহতদের মধ্যে এক নবজাতক ও দুই নারী আছেন। তারা একই পরিবারের সদস্য ছিলেন। খ্রিষ্টান ধর্মাবলম্বী কুকি বিদ্রোহীরা তাদের অপহরণ করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ মেইতেইরা রাস্তায় নেমে আসে, তারা সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে।
এদিকে এ পরিস্থিতিতে মহারাষ্ট্রে ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে গেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।