যুদ্ধ বন্ধে যে শর্ত দিলেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ২০:০৭
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে কঠিন শর্ত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলমান যুদ্ধের উত্তাপে তিনি কিয়েভের নিয়ন্ত্রণাধীন অংশগুলোকে ‘ন্যাটোর ছাতার নিচে’ নেওয়ার দাবি জানিয়েছেন।
জেলেনস্কি বলেন, অনেকে প্রস্তাব দিলেও রাশিয়াকে পুনরায় আক্রমণ থেকে বিরত রাখার নিশ্চয়তা না থাকায় যুদ্ধবিরতি কিয়েভের জন্য হবে বিপজ্জনক। কেবল ন্যাটোর সদস্যপদই এ ধরনের নিশ্চয়তা দিতে পারে।
শুক্রবার প্রকাশিত স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, বর্তমানে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা অংশগুলোকে ন্যাটো জোটভুক্ত করে নিলে ইউক্রেন ‘কূটনৈতিক উপায়ে’ রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা নিজেদের অঞ্চল ফিরিয়ে আনতে আলোচনার চেষ্টা করতে পারবে।
এ সাক্ষাৎকারের মাধ্যমে ইউক্রেনের জন্য আবারও ন্যাটোর সদস্যপদ দাবি করলেন জেলেনস্কি। স্কাই নিউজ লিখেছে, ন্যাটো কখনও এ ধরনের পদক্ষেপ নেবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পশ্চিম জার্মানির মডেল, অর্থাৎ বিভক্ত কোনো দেশকে ন্যাটোর সদস্যপদ দেওয়া নিয়ে পশ্চিমা মহলে গত এক বছরেরও বেশি সময় ধরে আলোচনা চলছে। কিন্তু এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি।
- বিষয় :
- ইউক্রেন
- ভলোদিমির জেলেনস্কি