ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

নীল রঙের ইতিহাসের পুনরুজ্জীবন

নীল রঙের ইতিহাসের পুনরুজ্জীবন

বিজ্ঞানী জর্জ ওয়াশিংটন কারভার। ছবি: সংগৃহীত

নাইমুর রহমান

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ০২:৫৯

শতাব্দী আগে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের এক ধরনের মাটি থেকে নীল রং তৈরির বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জর্জ ওয়াশিংটন কারভার। তিনি দেখান, আয়রনযুক্ত মাটি রাসায়নিক বিক্রিয়ায় পটাশিয়ামের মিশ্রণ ও নাইট্রিক এসিডের সংমিশ্রণে নীল রঙের আভা ছড়াতে সক্ষম। পাবলো পিকাসো ও হোকুসাইয়ের মতো শিল্পীও এই প্রক্রিয়া ব্যবহার করেছিলেন।

বর্তমানে শিকাগোর স্থপতি ও শিল্পী অ্যামান্ডা উইলিয়ামস এই হারানো ইতিহাসকে পুনরুজ্জীবিত করেছেন। তিনি কারভারের রং দিয়ে নিউ অরলিন্সে দুটি গুরুত্বপূর্ণ আফ্রিকান-আমেরিকান ঐতিহাসিক স্থাপনা রাঙিয়েছেন। এগুলো হলো জেভিয়ার বিশ্ববিদ্যালয়ের একটি আর্ট বিল্ডিং ও নিউ অরলিন্স আফ্রিকান-আমেরিকান মিউজিয়ামের ভবন। অ্যামান্ডা এ প্রকল্পে কারভারের উদ্ভাবনকে শুধু বিজ্ঞানী হিসেবে নয়, বরং এক মহান শিল্পী হিসেবে তুলে ধরেছেন। অ্যামান্ডা বলেন, ‘সাধারণত নীল রং কৃত্রিমভাবে তৈরি করা হয়। কিন্তু তিনি (কারভার) এ রঙের একটি বড় উৎসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।’     

কারভার রংকে ব্যবহার করেছিলেন দক্ষিণাঞ্চলের কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের ঘরবাড়ি সাজানোর জন্য। এটি তাদের আত্মমর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি করতে সাহায্য করেছিল। উইলিয়ামসও রঙের শক্তি নিয়ে কাজ করেছেন। বিশেষ করে শিকাগোর দক্ষিণ সাইডের দুর্বল এলাকাগুলোতে, যেখানে তিনি রঙের মাধ্যমে সামাজিক অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।

যেসব স্থাপনায় এসব রঙের ব্যবহার দেখা গেছে, সেগুলো শটগান-স্টাইল বাড়ি হিসেবে পরিচিত। নীলের পাশাপাশি সেখানে রয়েছে গোলাপি রঙের ব্যবহার, যা বাড়িগুলোকে আকর্ষণীয় করে তুলেছে। সূত্র: সিএনএন।

আরও পড়ুন

×