ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনার পতনের পর ভারতে বাড়েনি বাংলাদেশি অনুপ্রবেশ

শেখ হাসিনার পতনের পর ভারতে বাড়েনি বাংলাদেশি অনুপ্রবেশ

সীমান্ত দিয়ে অবৈভভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ২২:৪৮

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সীমান্ত দিয়ে অনুপ্রবেশে বড় হেরফের হয়নি। ভারতের সরকারি দপ্তরের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এর পর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সীমান্ত থেকে ১ হাজার ৩৯৩টি অনুপ্রবেশের ঘটনা নথিভুক্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এ সময়ে ৩৮৮ ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। চলতির বছরের জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত এ সংখ্যাটি ছিল ১ হাজার ১৪৪। এই সময়ে ৮৭৩ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে এসেছেন।

প্রতিবেদনে বলা হয়, গত বছর দু’দেশ থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের ৫ হাজার ৯৫টি ঘটনা নথিভুক্ত হয়। এর মধ্যে ভারতে যাওয়ার ঘটনা ৩ হাজার ১৩৭; ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ১ হাজার ৯৫৮। গত ছয় বছরের তথ্যের তুলনা করে দ্য হিন্দুর দাবি, শেখ হাসিনার পতনে সরকার পরিবর্তন হলেও অনুপ্রবেশের ক্ষেত্রে তেমন হেরফের হয়নি। ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটে যথাক্রমে– ২ হাজার ৯৯৫, ২ হাজার ৪৮০, ৩ হাজার ২৯৫, ২ হাজার ৪৫১ ও ৩ হাজার ৭৪টি।

আরও পড়ুন

×