শেখ হাসিনার পতনের পর ভারতে বাড়েনি বাংলাদেশি অনুপ্রবেশ

সীমান্ত দিয়ে অবৈভভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ২২:৪৮
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সীমান্ত দিয়ে অনুপ্রবেশে বড় হেরফের হয়নি। ভারতের সরকারি দপ্তরের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এর পর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সীমান্ত থেকে ১ হাজার ৩৯৩টি অনুপ্রবেশের ঘটনা নথিভুক্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এ সময়ে ৩৮৮ ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। চলতির বছরের জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত এ সংখ্যাটি ছিল ১ হাজার ১৪৪। এই সময়ে ৮৭৩ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে এসেছেন।
প্রতিবেদনে বলা হয়, গত বছর দু’দেশ থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের ৫ হাজার ৯৫টি ঘটনা নথিভুক্ত হয়। এর মধ্যে ভারতে যাওয়ার ঘটনা ৩ হাজার ১৩৭; ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ১ হাজার ৯৫৮। গত ছয় বছরের তথ্যের তুলনা করে দ্য হিন্দুর দাবি, শেখ হাসিনার পতনে সরকার পরিবর্তন হলেও অনুপ্রবেশের ক্ষেত্রে তেমন হেরফের হয়নি। ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটে যথাক্রমে– ২ হাজার ৯৯৫, ২ হাজার ৪৮০, ৩ হাজার ২৯৫, ২ হাজার ৪৫১ ও ৩ হাজার ৭৪টি।