ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ভেস্তে যেতে পারে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি

ভেস্তে যেতে পারে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি

সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ০৪:১৭ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ | ০৫:০৬

যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহ না যেতেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে চালানো এই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানিয়েছে। যদিও চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহই প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ওই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। যুদ্ধবিরতির চুক্তি কার্যকর রাখতেই এটি করতে হয়েছে বলে দাবি করেছেন আইডিএফ কর্মকর্তারা।

হিজবুল্লাহর পক্ষ থেকে অবশ্য ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলেছে, আবারও লেবাননে হামলা চালানোর মাধ্যমেই ইসরায়েলই প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ওই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে, সেটির জবাবে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবেই ইসরায়েলি একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এ হামলাকে ‘যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল শক্তভাবে এ হামলার জবাব দেবে বলেও জানান তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৪১ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন। জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) দেওয়া তথ্যের ভিত্তিতে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানি দুজারিক এ কথা বলেছেন। সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিন কর্মী, সেভ দ্য চিলড্রেনের একজন কর্মীসহ মোট চারজন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন। 

অন্যদিকে, ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের। সেই অনুষ্ঠানের আগে যদি হামাসের কবজায় থাকা জিম্মিরা মুক্তি না পান, সে ক্ষেত্রে ‘ভয়াবহ পরিণতি’ ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 
 

আরও পড়ুন

×