ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ ধাতু রপ্তানিতে নিষেধাজ্ঞা চীনের

যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ ধাতু রপ্তানিতে নিষেধাজ্ঞা চীনের

প্রতীকী ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ০৫:০৯

নিজেদের চিপ সেক্টরের ওপর বিধিনিষেধ আরোপ করায় যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ ধাতু রপ্তানি নিষিদ্ধ করেছে চীন। দেশটি বলেছে, এখন থেকে যুক্তরাষ্ট্রে তাদের গ্যালিয়াম, জার্মেনিয়াম ও অ্যান্টিমনির মতো ধাতুগুলো আর রপ্তানি করা হবে না। এগুলো সামরিক ও বেসামরিক উভয় খাতেই ব্যবহার করা হয়। 

সোমবার চীনের চিপ সেক্টরের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করে মার্কিন প্রশাসন। এর এক দিন পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিজেদের উৎপাদিত এসব গুরুত্বপূর্ণ ধাতু যুক্তরাষ্ট্রে আর রপ্তানি করবে না তারা। এ ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়েছে বেইজিং। এ নিষেধাজ্ঞার মাধ্যমে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক দ্বন্দ্বটি আবারও সামনে এলো। খবর রয়টার্সের।
 

আরও পড়ুন

×