ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

হুমকির মুখে জাতিসংঘের মানবিক সহায়তা

হুমকির মুখে জাতিসংঘের মানবিক সহায়তা

ছবি: তুর্কিয়ে টুডে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ২৩:০২

বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তায় ২০২৫ সালের জন্য ৪৭ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছেন জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থার (ওসিএইচএ) প্রধান টম ফ্লেচার।

তিনি বলেছেন, ২০২৪ সালের জন্য তারা যে ৫০ বিলিয়ন ডলার চেয়েছিলেন, সেটির অর্ধেকও দাতা দেশগুলোর কাছ থেকে পাননি। আগামী বছরও এমন হলে তাদের ‍কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ফিলিস্তিনের গাজা, সিরিয়া, ইউক্রেন, সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশে লেগে আছে যুদ্ধবিগ্রহ।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণেও অনেক জায়গায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এদিকে জাতিসংঘের এই মানবিক সহায়তা কেন্দ্রে সবচেয়ে বেশি অর্থ দেয় যুক্তরাষ্ট্র। শঙ্কা দেখা দিয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা বন্ধ করে দিতে পারেন। এমন শঙ্কার মধ্যেই সতর্কবার্তা দিলেন সংস্থাটির প্রধান। আলজাজিরা।

আরও পড়ুন

×