সিরিয়া সংঘাত
হামায় বিদ্রোহীদের ওপর পাল্টা আক্রমণ
ছবি: এএফপি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ২৩:৫৩
সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর হামায় বিদ্রোহীদের ওপর পাল্টা হামলা শুরু করেছে দেশটির সেনাবাহিনী। যুদ্ধবিষয়ক পর্যবেক্ষক সংস্থা ‘ওয়ার মনিটর’ বুধবার জানায়, শহরটিতে বিদ্রোহীদের কাছে বেশ কয়েকবার পরাস্ত হওয়ার পর পাল্টা হামলা শুরু করে সিরীয় বাহিনী। হামা সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চল এবং সেনাবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ শহর। এটির নিয়ন্ত্রণ হারালে রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণও সিরিয়ার সরকারের কাছ থেকে চলে যেতে পারে।
ইসলামপন্থি দল হায়াত তাহরির আল-শামের নেতৃত্বাধীন বিদ্রোহীরা গত শুক্রবার আকস্মিক অভিযান চালিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এর পর হামার দিকে অগ্রসর হয় তারা। আলজাজিরা জানায়, আলেপ্পোতে অনেকটা বাধাহীন প্রবেশ করলেও হামার উপকণ্ঠে সিরিয়ার সেনাবাহিনীর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে বিদ্রোহীরা। তবে মঙ্গলবার নতুন করে আরও চারটি শহর দখলের দাবি করেছে গোষ্ঠীটি। এ সময় সংঘর্ষে প্রাণ হারান অন্তত ৫০ সেনা। চলমান সংঘাতে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার বাসিন্দা। সেখানে দেখা দিয়েছে খাদ্য ও গণপরিবহন সংকট। সংঘাতে অবর্ননীয় দুর্ভোগে পড়েছেন আলেপ্পো শহরের আশপাশের বাসিন্দারা।
সিরিয়ার মানবাধিকারবিষয়ক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, মঙ্গলবার বিদ্রোহীরা হামার উপকণ্ঠে পৌঁছে যায়। কিন্তু তারা শহরটির একটি অংশ দখলের চেষ্টা করে ব্যর্থ হয়। এর পর বুধবার হায়াত তাহরির আল-শাম এবং তাদের মিত্র দলগুলোর ওপর বিমান হামলা চালানো হয়। এতে বিদ্রোহীরা হামার প্রাদেশিক রাজধানী থেকে অন্তত ১০ কিলোমিটার পেছনে হটতে বাধ্য হয়। এএফপির প্রকাশিত ছবিতে দেখা গেছে, আলেপ্পো এবং হামার মধ্যবর্তী শহর সুরানের বাসিন্দারা পালিয়ে যাচ্ছেন।
- বিষয় :
- সিরিয়া