ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য, সাবেক উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য, সাবেক উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

ভারতের কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও বহিস্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪ | ০৮:২৩

বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ভারতের কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও বহিস্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার এক সমাবেশে তিনি বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষান সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক ভাষণ দেন। পাশাপাশি তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন।

সেই বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে। সমাবেশের পর কংগ্রেসশাসিত রাজ্য কর্ণাটকের শিবমোগা জেলার কোটে থানা পুলিশ বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে এ মামলা দায়ের করে।

গত ১৬ নভেম্বর এই নেতার বিরুদ্ধে মুসলিমদের হুমকি দেওয়া এবং উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়। এ বছরের শুরুর দিকে শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় ঈশ্বরাপ্পাকে ছয় বছরের জন্য বহিষ্কার করে বিজেপি।

আরও পড়ুন

×