আফগান সীমান্তে ৬ পাকিস্তানি সেনা ও ২২ সন্ত্রাসী নিহত

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ০৭:১৫ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ | ০৭:২০
আফগান সীমান্তের পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্যে সেনা ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে দেশটির ৬ সেনা সদস্য এবং সন্ত্রাসী বাহিনীর ২২ সদস্য নিহত হয়েছে। খবর রয়টার্সের।
শনিবার (৭ ডিসেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ওই এলাকাতে ইসলামি ফাইটার নামে সন্ত্রাসী গোষ্ঠী সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা বৃদ্ধি করেছে।
বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াজিরিস্তান এবং তার পার্শ্ববর্তী এলাকাতে গোয়েন্দা অভিযান পরিচালনা করার পরই তিন জেলায় সংঘর্ষ শুরু হয়।
পাকিস্তান তালেবান যা তেহেরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা ঘাঁটিতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এসব নিহতের ঘটনা ঘটেছে। তবে সন্ত্রাসী সংগঠনটির কতজন সদস্য নিহত হয়েছে তা তারা উল্লেখ করেনি।
সাম্প্রতিক মাসগুলোতে হামলা বাড়িয়েছে টিটিপি। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এ হামলা চালানো হচ্ছে।
পাকিস্তানের একাধিক সুন্নি ইসলামিক গোষ্ঠী রয়েছে। এদের মধ্যে টিটিপি দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। তারা পাকিস্তানকে পুরোপুরি ইসলামিক পদ্ধতিতে পরিচালনা করার জন্য সরকারকে উৎখাতের চেষ্টা করছে।
যদিও সংগঠনটি আফগান তালেবানে থেকে পৃথক। তবে ২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে হটিয়ে ক্ষমতা দখল করে নেয় তালেবান। তাদের প্রতি সমর্থন রয়েছে টিটিপির।
- বিষয় :
- আফগানিস্তান
- পাকিস্তান
- নিহত