কলকাতা দখলে ঢাকা থেকে রওনা দিয়েছে ৩ লাখ রিকশা, দাবি শুভেন্দুর
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ২০:২৯ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ | ২০:৫১
কলকাতা দখলে ঢাকা থেকে ৩ লাখ রিকশা রওনা দিয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলের নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমার কাছে খবর আছে ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখলের জন্য।
এদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ রাজ্যের অন্যান্য শহরে হাতে টানা রিকশার ব্যবহার থাকলেও বর্তমান বাংলাদেশের কোথাও এই রিকশা নেই। তবে বাংলাদেশে স্বল্প খরচের প্যাডেলচালিত রিকশার পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার ব্যবহার রয়েছে।
বাংলাদেশ ইস্যুতে সম্প্রতি বেশ সরব হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গ বিজেপি নেতা শুভেন্দু। গতকাল এক সমাবেশে বক্তৃৃতা দিতে গিয়ে তিনি বলেছিলেন, ‘ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাহলেই বাংলাদেশ কেঁপে উঠবে। ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনও ধারণা নেই বাংলাদেশের। তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে নেয়।’
এদিকে সোমবার মমতার মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু বলেন, ‘উনি কখন কি বলেন সেটা জানি না। বিষয়টা নিয়ে ভারত সরকারকে চিঠি দিতে পারেন। আসলে বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের যথেষ্ট জনরোশ তৈরি হয়েছে। মুখ বাঁচানোর জন্য তিনি এসব কথা বলছেন।
শুভেন্দু বলেন, ‘আমার মা বরিশালে জন্মগ্রহণ করেছে। তাই আমারও একটা অনুভূতি আছে। এই অনুভূতি থেকেই বাংলাদেশের ঘটনায় আমি আমার মতো করে প্রতিবাদ করছি।’