ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

দুর্নীতির দায়ে প্রথমবার আদালতে নেতানিয়াহু

দুর্নীতির দায়ে প্রথমবার আদালতে নেতানিয়াহু

আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ২২:৫৫ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ | ২২:৫৫

দুর্নীতির দায়ে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেকে নির্দোষ প্রমাণে প্রথমবারের মতো আদালতে গেছেন। চার বছর আগে তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং দুর্নীতির অভিযোগ আনা হয়। মঙ্গলবার তিনি জেরুজালেমের একটি আদালতে উপস্থিত হন। সেখানে বিচারকের সামনে আইনজীবীদের প্রশ্নবাণে জর্জরিত হন তিনি।

ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহু প্রথম প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বিচারের মুখোমুখি হলেন। তবে আদালতে যেন যেতে না হয়, সে জন্য ব্যাপক চেষ্টা চালান নেতানিয়াহু। সমালোচকরা অভিযোগ করেছিলেন, এর মাধ্যমে আদালত অবমাননা করছেন তিনি। সর্বশেষ উপায় হিসেবে নিজ দল লিকুদ পার্টির মাধ্যমে ইসরায়েলি অ্যাটর্নি জেনারেলকে বরখাস্তের চেষ্টা চালিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আদালতের মুখোমুখি হতে হলো তাঁকে।

নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে নেতানিয়াহু বলেছেন, তিনি কোনো অন্যায় করেননি। উল্টো আদালতকে সত্য বলার জন্য দীর্ঘ আট বছর ধরে অপেক্ষা করছেন বলেও দাবি করেন তিনি। এ ছাড়া হামাসের সঙ্গে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে এনে নেতানিয়াহু বলেন, দেশ ও সেনাবাহিনীর সঙ্গে তিনি এখন যুদ্ধের জন্য যে সময় ব্যয় করছেন, সেটির কারণে এই বিচারকার্য খুব বেশি বাধাগ্রস্ত হবে না। খবর ওয়াশিংটন পোস্টের।
 

আরও পড়ুন

×