ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

যুদ্ধ বন্ধ করলে ফের হামলা করবে হামাস: নেতানিয়াহু

যুদ্ধ বন্ধ করলে ফের হামলা করবে হামাস: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ০৫:০৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় এখনই যুদ্ধ বন্ধ করবেন না তিনি। তাঁর শঙ্কা, এখন গাজা যুদ্ধ বন্ধ করলে আবারও ইসরায়েলে হামলা চালাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সোমবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এ শঙ্কার কথা জানান। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি এখন যুদ্ধ বন্ধ করি তাহলে হামাস আবার পুনর্গঠিত হবে এবং আমাদের ওপর হামলা করবে। আমরা এ অবস্থায় যেতে চাই না।

গাজাজুড়ে ইসরায়েলের অবিরাম হামলা, নিহত আরও ৫০

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার মধ্য গাজার নুসাইরাত ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। সোমবার আরও ৫০ ফিলিস্তিনি নিহত হন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৭৫৭ ছাড়িয়ে গেছে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। কারণ, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অবিরাম এই হামলায় আরও অন্তত ১ লাখ ৬ হাজার ১৩৪ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার।
 

আরও পড়ুন

×