দ. কোরিয়ায় আগাম নির্বাচনের আভাস
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন এক ব্যক্তি। ফাইল ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ০৫:০৮
দক্ষিণ কোরিয়ায় ২০২৫ সালের এপ্রিল বা মে মাসে আগাম নির্বাচনের আভাস দিয়েছে দেশটির ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টি (পিপিপি)। এ ছাড়া প্রেসিডেন্ট ইউন সুক ইউল ফেব্রুয়ারিতে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে তারা।
চলতি মাসের শুরুতে আকস্মিকভাবে সামরিক আইন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইউল। তবে দেশটির সাংসদরা জোরপূর্বক পার্লামেন্টে ঢুকে ওই দিনই এটি বাতিল করেন। এর পর থেকে ইউলের পদত্যাগের দাবি তোলেন তারা। এর মধ্যে বিরোধী দল অভিসংশনের মাধ্যমে ইউলকে বরখাস্তের চেষ্টা চালায়। যদিও এটি ব্যর্থ হয়।
তবে প্রেসিডেন্ট ইউলকে তাঁর নিজ দলের সদস্যরাই এখন পদত্যাগের আহ্বান জানাচ্ছেন। কারণ, ইতোমধ্যে তাঁর বিরুদ্ধে মামলা, দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইউল ফেব্রুয়ারিতে পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী পরবর্তী ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। রয়টার্স।
- বিষয় :
- দক্ষিণ কোরিয়া
- নির্বাচন