ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

বিদেশি ষড়যন্ত্রে দোষী, দাবি ইমরান খানের

বিদেশি ষড়যন্ত্রে দোষী, দাবি ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ০৫:১৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ | ০৬:৩০

কারাগারে বন্দি পিটিআইয়ের প্রধান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদালতে বলেছেন, তাঁর ও তাঁর পরিবারকে দোষী সাব্যস্ত করার উদ্দেশ্য ছিল তাঁকে চাপ দেওয়া এবং রাজনীতিতে তাঁর অংশগ্রহণ বন্ধ করা। এটি ছিল লন্ডন থেকে করা পরিকল্পনা। 

তিনি উল্লেখ করেন, তাঁর দল রাজনৈতিক প্রতিপক্ষদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা তাদের ক্ষমতায় থাকার সম্ভাবনাকে হুমকির মুখে ফেলছে। পিটিআই সরকারের পতনে বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া জড়িত ছিলেন। এতে রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দ্বারা তাঁর জনপ্রিয়তা খর্ব করার জন্য একটি সমন্বিত প্রচেষ্টা শুরু হয়। ডন। 
 

আরও পড়ুন

×