মারডকের উত্তরাধিকারী নিয়ে আইনি লড়াইয়ের নিষ্পত্তি
ধনকুবের রুপার্ট মারডক। ফাইল ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ০৫:২০
ধনকুবের রুপার্ট মারডকের সুবিশাল মিডিয়া সাম্রাজ্যের বাস্তবিক উত্তরাধিকারী নিয়ে আইনি লড়াইয়ের আপাত নিষ্পত্তি হয়েছে। নিজের পারিবারিক ট্রাস্টের পরিবর্তন ও মৃত্যুর পর বড় ছেলেকে এর নিয়ন্ত্রণ দিতে এই ‘মিডিয়া মোগলের’ আবেদন নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নেভাদার কোর্ট কমিশনার।
এ আইনি লড়াইয়ে ৯৩ বছর বয়সী মারডকের প্রতিপক্ষ ছিলেন তাঁরই আরও তিন সন্তান। এখন তারাও বাবার মৃত্যুর পর নিউজ করপোরেশন ও ফক্স নিউজের নিয়ন্ত্রণ পাবেন।
১৯৯৯ সালে রুপার্ট মারডক নিজের পারিবারিক ট্রাস্ট গড়ে তোলেন। এখন তিনি চাচ্ছেন, তাঁর মৃত্যুর পর বড় ছেলে লাচলান মারডক উত্তরাধিকার হবেন। সিএনএন।
- বিষয় :
- মামলা