ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

ভারতে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

ভারতে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। ছবি: এএনআই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ০৫:৩৮

বিরোধী জোট ইন্ডিয়ার পক্ষ থেকে মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করা হলো। জোটের সব শরিকের সই করা প্রস্তাবটি রাজ্যসভা সচিবালয়ে জমা দেওয়া হয়েছে। প্রস্তাবে সই করেছেন রাজ্যসভার প্রায় ৬০ সদস্য।

সংসদীয় ভারতের ইতিহাসে এ ঘটনা প্রথম ঘটল। আর এর মধ্য দিয়ে চলতি শীতকালীন অধিবেশনের সময় দেশের বিরোধী জোটের ঐক্যের চিত্র ধরা পড়ল এই প্রথম। এর আগে ‘আদানি’ বিষয়ে কংগ্রেসের কর্মসূচি এড়িয়ে যায় সমাজবাদী পার্টি ও তৃণমূল। ছিল না আম আদমি (আপ) পার্টিও । ‘ধনখড়’ ইস্যু সবাইকে একজোট করল।

নিয়ম অনুযায়ী আলোচনার পর অনাস্থা প্রস্তাব গৃহীত হলে তা নিয়ে ভোটাভুটি হয়। সাধারণ মোট সদস্যের অর্ধেকের চেয়ে একজন বেশি প্রস্তাব সমর্থন করলে তা গৃহীত হয়। তবে সেই প্রস্তাব পাঠাতে হয় লোকসভায়। সেখানেও সাধারণ সংখ্যাধিক্যে পাস হলে রাজ্যসভার চেয়ারম্যানকে সরে যেতে হয়। আজ পর্যন্ত কোনো চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ হয়নি। সেই দিক থেকে ধনখড়ই প্রথম, যাঁর বিরুদ্ধে বিরোধীরা সরাসরি অনাস্থা প্রকাশ করলেন।

তবে প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ নিয়ম অনুযায়ী, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করতে গেলে ১৪ দিনের নোটিশ দিতে হয়। এ ক্ষেত্রে বিরোধীরা প্রস্তাব জমা দিলেন মাত্র ১০ দিন আগে। প্রস্তাবটি পাস হবে না জেনেও ইন্ডিয়া জোট তা পেশ করেছে এক স্পষ্ট রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য। বার্তাটি হলো– চেয়ারম্যান হিসেবে ধনখড় নিরপেক্ষ নন। 

ধনখড়ের বিরুদ্ধে বিরোধী নেতাদের অভিযোগ, তিনি যে দলের ঊর্ধ্বে, একবারের জন্যও সে প্রমাণ রাখতে পারেননি। আদানি ঘুষকাণ্ড, সম্ভল সংঘর্ষ, মণিপুর পরিস্থিতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সংবিধান অবমাননা, গলওয়ান সংঘর্ষ, সীমান্ত পরিস্থিতি, ভারত-চীন সম্পর্ক, পেগাসাস গুপ্তচরবৃত্তি– কোনো বিষয়েই বিরোধীদের আলোচনার দাবি তিনি মেনে নেননি। বারবার তিনি বিরোধী স্বর দাবিয়ে দিয়েছেন। খবর এনডিটিভির।


 

আরও পড়ুন

×