ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

কানাডার কুইবেকের পাবলিক প্লেসে ধর্মীয় উপাসনা নিষিদ্ধ হচ্ছে

কানাডার কুইবেকের পাবলিক প্লেসে ধর্মীয় উপাসনা নিষিদ্ধ হচ্ছে

.

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ১১:০০

পাবলিক প্লেসে, পার্কে, রাস্তায় যেখানে জনসমাগম বেশি হয় সেখানে ধর্মীয় উপাসনা নিষিদ্ধ করতে চায় কুইবেক।

কুইবেকের প্রিমিয়ার ফ্রাঁসোয়া লেগল্ট শুক্রবার বলেছেন, তিনি জনসমক্ষে প্রার্থনা নিষিদ্ধ করতে চান এবং তিনি তা করার জন্য আইন প্রয়োগ করার কথা বিবেচনা করছেন। তিনি তার কর্মকর্তাদের নিষেধাজ্ঞা জারি করার উপায়গুলি খতিয়ে দেখতে  নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি প্রভিন্সিয়াল পার্লামেন্টের অধিবেশন শেষ হওয়ার পর তিনি সাংবাদিকদের এই কথাগুলো বলেন।

লেগল্ট বলেন, ‘রাস্তায়, পাবলিক পার্কে লোকদের প্রার্থনা করতে দেখা যায়, আমরা কুইবেকে তা দেখতে চাই না।’

লেগল্ট বলেন, ‘যখন আমরা প্রার্থনা করতে চাই, আমরা একটি গির্জায় যায়, আমরা একটি মসজিদে যায়, কিন্তু পাবলিক প্লেসে না।’

তিনি বলেন, ‘আমি ইসলামপন্থীদের কাছে খুব স্পষ্ট বার্তা দিতে চাই যে কুইবেকের মৌলিক মূল্যবোধকে কোনোভাবেই ব্যহত হতে দেওয়া হবে না।’

আরও পড়ুন

×