বরফে ঢেকেছে সিকিম
সিকিম যেন ধরা দিয়েছে এক টুকরো সুইজারল্যান্ড রূপে
শুভজিৎ পুততুন্ড, কলকাতা
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৫:১০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৫:২২
১ ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য খুলেছে উত্তর সিকিমের দরজা। ১০ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে লাচেন, ছাঙ্গু, গুরুদোংমা থেকেও। ১৩ মাস পর উত্তর সিকিম খুলতেই পর্যটকদের জন্য সিকিম যেন ধরা দিয়েছে এক টুকরো সুইজারল্যান্ড রূপে। ভারী তুষারপাতের কারণে তাপমাত্রা মাইনাসে! উত্তর সিকিম এখন সাদা বরফের চাদরে মোড়া। যেদিকে চোখ যায় ধু ধু করছে বরফ। বরফের আস্তরণে ঢাকা পড়েছে হোটেল-বাড়ি-গাছ থেকে গাড়ি। ইয়ুমথাং, লাচেন, লাচুং যেন বরফের দেশ।
দীর্ঘদিন নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছিলেন পর্যটনের সঙ্গে যুক্ত সিকিমের ব্যবসায়ীরা। সম্প্রতি লাচুংয়ের জিরো পয়েন্ট, ইয়ুমথাংয়, লাচেন, ছাঙ্গু, গুরুদোংমা যেতে পর্যটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সিকিম পর্যটন নতুন করে অক্সিজেন পেয়েছে।
২০২৩ সালের পর থেকে ভূমিধস ও বন্যার কারণে নর্থ সিকিম বিপর্যস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় পর্যটকদের প্রবেশ। বড়সড় প্রভাব পড়ে মঙ্গন জেলায়। মূল ভূখণ্ড থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেয়েছিল জায়গাটা।
লোনার্ক হ্রদ বিপর্যয়ের পর উত্তর সিকিম যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। তবে ডিসেম্বর থেকেই ধাপে ধাপে খুলে দেওয়া হয় টুং নাগা রুট। এই রাস্তা দিয়েই উত্তর সিকিমের চুংথাং, লাচেন, লাচুংয়ের মতো অত্যন্ত আকর্ষণীয় জায়গাগুলোতে যেতে হয়।
তবে রাস্তা খুললেও একাধিক বিধিনিষেধ মেনে চলতে হবে। জানিয়ে দেওয়া হয়েছে, সকাল ১০টার মধ্যে গাড়িগুলোকে মঙ্গন বাজার এলাকা অতিক্রম করতে হবে। বেড়াতে গেলে একদিন আগে অথবা যেদিন বেড়াতে যাবেন সেদিন সকাল সাড়ে ৯টার মধ্যে পাস সংগ্রহ করতে হবে।
এছাড়া পর্যটকদের এসইউভি গাড়ি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ছোট গাড়ি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
- বিষয় :
- পর্যটন কেন্দ্র
- ভারত