ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

বিশ্বজুড়ে ধ্বংস হচ্ছে আদিবাসী সংস্কৃতি

বিশ্বজুড়ে ধ্বংস হচ্ছে আদিবাসী সংস্কৃতি

ছবি: ইউজিয়া

সমকাল ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ২২:৫৫

বিশ্ব ধীরে ধীরে হারিয়ে ফেলছে আদিবাসী সংস্কৃতি। সঙ্গে হারিয়ে ফেলছে প্রকৃতিকে বোঝার প্রাচীন জ্ঞানও। আদিবাসীরা জানে কীভাবে প্রকৃতিকে রক্ষা করতে হয়। প্রজন্ম থেকে প্রজন্মে এই শিক্ষা অর্জন করেছে তারা। তবে তাদের কথা এখন আর কেউ শুনছে না। যা পুরো বিশ্বের জন্যই বয়ে আনতে পারে ভয়াবহতা। 

কেনিয়া, মালয়েশিয়া এবং সুইডেনের তিনটি আদিবাসী সম্প্রদায়ের তথ্য তুলে এনেছে সিএনএন। যার মধ্যে কেনিয়ার মাসাই আদিবাসীরা বিস্তৃত একটি বনকে রক্ষা করে চলছে শতাব্দী থেকে শতাব্দী ধরে। মালয়েশিয়ার বাজাও আদিবাসীরা মৎস্য শিকারের ওপর নির্ভরশীল। তারা খেয়াল রাখছে সমুদ্রের প্রবাল প্রাচীরে। এগুলোই তাদের জীবিকাকে বাঁচিয়ে রাখছে। অন্যদিকে, সুইডেনের সামি আদিবাসীরা, যারা পশু পালনের সঙ্গে জড়িত, তারা রক্ষা করে চলছে উত্তর মেরুর ভূখণ্ডকে।

এই তিন আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিশ্বের তিনটি আলাদা জায়গায় বাস করে, আলাদা ভাষায় কথা বলে। কিন্তু একটি জায়গায় তাদের মিল আছে। তারা সবাই প্রকৃতিকে ভীষণ ভালোবাসে।

এই আদিবাসীরা নিজেদের প্রকৃতির তত্ত্বাবধায়ক হিসেবে বিবেচনা করে। এ কারণে প্রাকৃতিক ভূখণ্ড, বন্যপ্রাণীকে শ্রদ্ধার সঙ্গে দেখে তারা। তবে কয়েকশ বছর ধরে যে প্রকৃতিকে তারা দেখে রেখেছে, সেটি এখন হুমকির মুখে পড়েছে। উন্নয়নের কারণে সংকুচিত হচ্ছে তাদের জমি, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করা হচ্ছে। এ ছাড়া যে ইকো সিস্টেমের অংশ, তারা সেটি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এসব কিছুর প্রভাব পুরো বিশ্বব্যাপী অনুভূত হবে। বিশ্বে এখনও যেসব প্রাকৃতিক ভূমি ও বন অবশিষ্ট আছে, সেগুলোর চার ভাগের তিন ভাগই দেখভাল করে থাকে আদিবাসীরা। ভঙ্গুর পৃথিবী এবং প্রাণী প্রজাতি রক্ষায় তারা বেশ গুরুত্বপূর্ণ।  প্রকৃতিকে রক্ষায় আদিবাসীদের যে জ্ঞান আছে, সেটি আধুনিক বিশ্বের সব মানুষের জানা উচিত। তাদের কথা শোনা উচিত। যদি তাদের উপেক্ষা করা হয়, তাহলে একটা সময়ে আমাদের প্রকৃতিকে রক্ষার কোনো উপায় হয়তো থাকবে না।

আরও পড়ুন

×