ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

মধ্যপ্রাচ্য সংকট

গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘে

গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘে

ছবি: জাতিসংঘ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ২৩:০২

ফিলিস্তিনের গাজায় নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ইউএনআরডব্লিউএর সমর্থনেও আলাদা প্রস্তাব পাস হয়েছে। ইসরায়েল আইন করে এই সংগঠনকে তাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে।

বুধবার সাধারণ পরিষদে পাস হওয়া ওই প্রস্তাবে বলা হয়েছে, গাজা ভূখণ্ডে অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। কর্মকর্তাদের মতে, গত এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় প্রায় ৪৫ হাজার মানুষ নিহত হয়েছেন।

বুধবার এই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৫৮টি দেশ। বিপক্ষে ভোট পড়ে ৯টি। আর ১৩টি দেশ ভোটদান থেকে বিরত ছিল। প্রস্তাবে বলা হয়েছে, অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। বন্দিদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। এদিন সাধারণ পরিষদে আরেকটি প্রস্তাব অনুমোদিত হয়। সেখানে ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিয়ে জাতিসংঘের সংগঠন ইউএনআরডব্লিউএ নিয়ে এই প্রস্তাবের পক্ষে ১৫৯টি দেশ ভোট দেয়, ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশ এর বিরুদ্ধে ভোট দেয়। ১১টি দেশ ভোটদানে বিরত থাকে। প্রস্তাবে ইউএনআরডব্লিউএ নিয়ে ইসরায়েলের আইনের নিন্দা করা হয়েছে। 

এদিকে যুদ্ধবিরতি চুক্তির অধীনে লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। সেখানে লেবাননের সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বুধবার ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে বোমা হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার আল-জালা শহরের আবাসিক ভবনে বিমান থেকে ফেলা বোমায় নারী, শিশুসহ সাতজন নিহত হন। নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমের একটি আশ্রয়শিবিরে বোমা হামলায় আরও ১৫ জন নিহত হন। এ ছাড়া রাফায় ত্রাণবাহী একটি গাড়িতে বোমা হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত ও কয়েকজন আহত হন। এ নিয়ে ইসরায়েলের বর্বর হামলায় ৪৪ হাজার ৮৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হলন। খবর আলজাজিরা ও বিবিসির।

আরও পড়ুন

×