নদী নিয়ে আঁতকে ওঠার তথ্য
ছবি: ন্যাশনাল জিওগ্রাফী
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ২২:০৫
বিশ্বজুড়ে বয়ে চলা ৩০ লাখ নদীতে চমকে ওঠার মতো পরিবর্তন দেখা যাচ্ছে। যে পরিবর্তনগুলো দ্রুত সময়ের মধ্যে হয়েছে। যার প্রভাব খাবার পানির সরবরাহ থেকে শুরু করে বন্যার ঝুঁকিসহ সবকিছুতে পড়তে পারে। নতুন এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞানীরা স্যাটেলাইট তথ্য ও কম্পিউটার মডেলিংয়ের মাধ্যমে গত ৩৫ বছর ধরে বিশ্বের সব নদীর স্রোতের বিশদ বিশ্লেষণ করেছেন। এর পর যে তথ্য পাওয়া গেছে, তা নিয়ে রীতিমতো আঁতকে উঠেছেন তারা।
গবেষণায় দেখা গেছে, বিশ্বের সবচেয়ে বড় ভাটার নদীগুলোর ৪৪ শতাংশ পানির স্রোতের পরিমাণ প্রতিবছর কমেছে। আফ্রিকার দ্বিতীয় বৃহৎ নদী কঙ্গো, চীনের ইয়াংতজে এবং দক্ষিণ আমেরিকার নদী প্লাটার পানি কমেছে আশঙ্কাজনক হারে। অপরদিকে উজানের নদী, যেগুলোর বেশির ভাগের অবস্থান পাহাড়ি অঞ্চলে, সেগুলোর স্রোতের পরিমাণ বেড়েছে ১৭ শতাংশ।
তবে নদীর এমন পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি বিজ্ঞানীরা। তারা বলছেন, মানুষের কর্মকাণ্ড ও জীবাশ্ম জ্বালানির প্রভাবে পরিবর্তিত জলবায়ুর কারণে এমনটি হয়ে থাকতে পারে। গবেষক কলিন গ্লিসন বলেছেন, তারা গবেষণায় যে পদ্ধতি ব্যবহার করেছেন, সেটির মাধ্যমে একই সময়ের মধ্যে সব নদী পর্যবেক্ষণ করতে পেরেছিলেন। সিএনএন।
- বিষয় :
- নদী
- নদী সুরক্ষা