গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৫ পাকিস্তানির মৃত্যু

ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ২০:২১
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভডোসের উপকূলে রোববার অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ দুর্ঘটনায় অভিবাসনপ্রত্যাশী পাঁচ পাকিস্তানি নাগরিক মারা গেছেন। প্রাথমিকভাবে ৩৯ জনকে জীবিত উদ্ধার করেছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৪০ জন।
রোববার নৌকাডুবির খবর পাওয়ার পরপরই গাভডোস দ্বীপে ছুটে যায় গ্রিসের উপকূলরক্ষী ও বিমান বাহিনী। উদ্ধারকারীরা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বেঁচে যাওয়া বেশির ভাগ অভিবাসনপ্রত্যাশীদের জাহাজে করে গ্রিসের চানিয়া বন্দরে নেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি, পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিকে মানব পাচারকারী ও তাদের নেটওয়ার্কের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। খবর আল-জাজিরার