যাত্রীদের বাঁচাতে নিজের প্রাণ দেন পাইলট

ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ২০:০৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ | ২০:০৫
কাজাখস্তানে গত বুধবার বিমান বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হন। নিহতদের মধ্যে আছেন দুই বৈমানিকও। তবে অলৌকিকভাবে বিমানটির ২৯ আরোহী বেঁচে যান।
আজারবাইজানের উড়োজাহাজটি ৬৭ আরোহী নিয়ে বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। পথে বিমানটিতে সমস্যা দেখা দিলে জরুরি অবতরণের প্রয়োজন হয়। নিরাপদে অবতরণে কাজাখস্তানের আকতাউয়ে যান বৈমানিকরা। তারা শেষ পর্যন্ত চেষ্টা চালান। কিন্তু রানওয়ে থেকে মাত্র তিন কিলোমিটার দূরে একটি মাঠে বিমানটির অবতরণের চেষ্টা করা হয়। কিন্তু এটি সেখানেই বিধ্বস্ত ও দ্বিখণ্ডিত হয়ে যায়।
আজারবাইজান এয়ারলাইন্স বৈমানিকদের হিরো আখ্যা দিয়ে বলেছে, তারা শেষ পর্যন্ত যাত্রীদের সেবা ও জীবনকে প্রাধান্য দিয়েছেন। ইতিহাসে তারা অমর হয়ে থাকবেন।
অভিযোগ আছে, বিমানটি যখন গ্রোজনির আকাশে ছিল, তখন এটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে রুশ বাহিনী। রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। সূত্র: দ্য পিপল