ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

আরাকান আর্মির দখলে রাখাইনের আরও একটি শহর

আরাকান আর্মির দখলে রাখাইনের আরও একটি শহর

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ০২:৩০

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের আরও একটি শহর দখল করেছে দেশটির প্রভাবশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। কয়েক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর চলতি সপ্তাহের শুরুর দিকে জান্তা বাহিনীর কাছ থেকে গওয়া শহর দখল করে গোষ্ঠীটি। শহরটি দখলের পর গোষ্ঠীটির নেতারা জান্তা কর্তৃপক্ষকে আলোচনার আহ্বান জানিয়েছেন।

গওয়া রাখাইন রাজ্যের দক্ষিণ উপকূলে অবস্থিত এবং এটি দক্ষিণের জনপদের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। এটি দেশটির অন্যতম প্রধান শহর ইয়াঙ্গুন থেকে ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল) উত্তর-পশ্চিমে এবং ইরাবতী নদীর বদ্বীপের একটি প্রবেশদ্বার হিসেবে পরিচিত। গওয়া আরাকান আর্মির দখল করা রাখাইন রাজ্যের ১৪তম শহর।

রাজ্যে এমন মোট ১৭টি টাউনশিপ বা শহর রয়েছে। অর্থাৎ, আর মাত্র তিনটি শহর দখল বাকি থাকল। ফলে পুরো রাখাইন রাজ্য দখল করার লক্ষ্যে এটা তাদের অন্যতম বড় পদক্ষেপ। আরাকান আর্মি এক বিবৃতিতে জানায়, জান্তা সেনারা পালিয়ে যাওয়ার পর তাদের যোদ্ধারা গত রোববার বিকেলে গওয়া নিয়ন্ত্রণে নেয়। খবর রেডিও ফ্রি এশিয়ার। 

আরও পড়ুন

×