আদালতের রায় মেনে নেবেন ইউন
ইউন সুক-ইওল। ছবি: আল জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ২১:৪১
দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত স্থায়ী অপসারণের আদেশ দিলে সেটা মেনে নিতে প্রস্তুত দেশটির অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। বৃহস্পতিবার তার আইনজীবী এ কথা বলেছেন।
এক সংবাদ সম্মেলনে ইউনের আইনজীবী ইউন কাব-কেউন বলেছেন, যদি আদালত প্রেসিডেন্টের অপসারণের নির্দেশ দেন, সেটা মেনে না নিয়ে উপায় নেই। দক্ষিণ কোরিয়ার বিচার ব্যবস্থার শীর্ষ সংস্থা হচ্ছেন সুপ্রিম কোর্ট ও সাংবিধানিক আদালত।
ইউনের বিরুদ্ধে আদালত যে রায় দেবেন, তার বিরুদ্ধে আপিল করার নিয়ম নেই। গত ২৭ ডিসেম্বর কিছু আইনি নথিপত্র দাখিল করতে ইউনকে নির্দেশ দিয়েছিলেন সাংবিধানিক আদালত। তবে সে আদেশ অগ্রাহ্য করেছেন তিনি।
এদিকে তাঁর আইনজীবীদের দাবি, আদালতে সশরীরের উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করতে চাচ্ছেন অভিশংসিত নেতা। বিবিসি।
- বিষয় :
- দক্ষিণ কোরিয়া
- আদালত