ট্রাম্পের ‘নিঃশর্ত মুক্তি’: নিউইয়র্ক আদালতের রায়
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ২১:৪৯
পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নিঃশর্ত মুক্তি’ দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আগামী ২০ জানুয়ারি শপথের মাধ্যমে দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। এর আগেই তাঁর বিরুদ্ধে দণ্ড ঘোষণা করলেন আদালত।
এই মামলার বিচারক জুয়ান মার্চেন আগেই জানিয়েছিলেন, ট্রাম্পকে কোনো কারাদণ্ড দেওয়া হবে না। এর বদলে তাঁর বিরুদ্ধে ‘নিঃশর্ত মুক্তি’ দণ্ডাদেশ দেওয়া হবে। শুক্রবার সেই রায়ই দিয়েছেন তিনি।
নিউইয়র্কে এই দণ্ডের অর্থ হলো, ট্রাম্প পর্নো তারকাকে ঘুষ দেওয়ার যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন, সেটি থাকবে। কিন্তু তাঁকে কোনো কারাদণ্ড অথবা জরিমানা করা হবে না। এ ছাড়া আদালতের দণ্ডাদেশের প্রতি তাঁকে সম্মান জানাতে হবে। ২০১৬ সালের নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। এই নারীর অভিযোগ, ২০০৬ সালে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন ট্রাম্প। তবে আদালতে ট্রাম্প অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি অন্যায়ের শিকার হয়েছেন।
এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি না গিয়ে নিজের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলকে সেখানে পাঠাবেন বলে জানা গেছে।
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। শুক্রবার তিনি এ তথ্য জানান। তবে বৈঠকটি কবে এবং কোথায় হবে, এ ব্যাপারে কোনো ধারণা দেননি তিনি। ট্রাম্প বলেন, পুতিন বৈঠক করতে চান, আমরা সেই ব্যবস্থা করছি। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প জানিয়েছিলেন, নির্বাচিত হয়ে যেদিন ক্ষমতা নেবেন, ওই দিনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।
- বিষয় :
- ট্রাম্প