ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

পিট হেগসেথ। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ১৯:৫৯

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত পিট হেগসেথের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। হেগসেথের ভাইয়ের সাবেক স্ত্রী ড্যানিয়েল হেগসেথ মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে এ-সংক্রান্ত একটি হলফনামা দিয়েছেন। 

সেখানে অভিযোগ করা হয়েছে, সাবেক দ্বিতীয় স্ত্রীর ওপর নিপীড়ন চালাতেন হেগসেথ। ওই হলফনামার একটি অনুলিপি থেকে এমন তথ্য জানা গেছে।

হেগসেথের বিরুদ্ধে অভিযোগটি মঙ্গলবার প্রকাশ পায়। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সিনেটে তাঁর মনোনয়ন-সংক্রান্ত শুনানির এক সপ্তাহ ও ভোটাভুটিতে সিনেট আর্মড সার্ভিসেস কমিটি মনোনয়ন অনুমোদন করার এক দিন পর এমন অভিযোগ করা হলো। তাঁর নিয়োগ চূড়ান্ত করার বিষয়টি এখন পূর্ণাঙ্গ সিনেটে পাঠানো হয়েছে। সেখানে ভোটাভুটি হবে। সিএনএন।

আরও পড়ুন

×