ঢাকা সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

তালেবান নেতাকে গ্রেপ্তারে আইসিসিতে আবেদন

তালেবান নেতাকে গ্রেপ্তারে আইসিসিতে আবেদন

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান। ছবি: আইসিসি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ২২:৪২

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান জানিয়েছেন, তিনি নারী নিপীড়নসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য আফগানিস্তানে তালেবানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে সংস্থাটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করতে যাচ্ছেন।

বৃহস্পতিবার তিনি জানান, তালেবান সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও আফগানিস্তানের প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে ‘লিঙ্গভিত্তিক নারী নিপীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ’ করার সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। 

করিম খান জানান, আফগানিস্তানের মেয়েরা ও সমকামী সম্প্রদায়ের লোকজন ‘নজিরবিহীন’ ও ‘অসংবেদনশীল’ নিপীড়নের শিকার হচ্ছেন। এমনটা চলতে পারে না। প্রধান কৌঁসুলির এ আবেদন বিবেচনা করবেন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক। এ প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ বা কয়েক মাসও লেগে যেতে পারে। এএফপি।

আরও পড়ুন

×