ঢাকা রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

জেলেনস্কিকে ট্রাম্প

এমনটা হতে দেওয়া আপনার উচিত হয়নি

এমনটা হতে দেওয়া আপনার উচিত হয়নি

ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫ | ০২:০৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ | ০৮:০০

ইউক্রেন যুদ্ধ নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা  করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘জেলেনস্কি যুদ্ধের শুরুতেই রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পারতেন। কিন্তু তিনি তা না করে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। জেলেনস্কি ... এমনটা হতে দেওয়া আপনার উচিত হয়নি। তিনি কোনো ফেরেশতা নন। আমি খুব সহজেই সেই চুক্তি করতে পারতাম।

কিন্তু জেলেনস্কি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি লড়াই করব। সাক্ষাৎকারে তিনি অবশ্য ইউক্রেনের সাহসিকতার প্রশংসা করেছেন। খবর- দ্য গার্ডিয়ান।

এদিকে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের জন্য পুতিন এবং জেলেনস্কি উভয়ই দায়ী। গত বৃহস্পতিবার মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজে প্রচারিত এই সাক্ষাৎকারে তিনি ইউক্রেন যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

 

 

আরও পড়ুন

×