ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

মঙ্গলে পানির অস্তিত্বের নতুন প্রমাণ

মঙ্গলে পানির অস্তিত্বের নতুন প্রমাণ

ছবি: আর্থ ডটকম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫ | ২২:৪৯

মঙ্গল গ্রহে পানির অস্তিত্বের নতুন প্রমাণ পাওয়া গেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইনসাইট ল্যান্ডার থেকে পাওয়া নতুন সিসমিক (ভূকম্পন) ডেটার বিশ্লেষণে মঙ্গল গ্রহের গভীরে তরল পানির উপস্থিতির সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

গবেষকরা গত বছর প্রস্তাব করেছিলেন, মঙ্গলের গভীর ভূত্বকের (প্রায় ১১.৫ থেকে ২০ কিলোমিটার গভীরে) অঞ্চল পানিতে সম্পৃক্ত থাকতে পারে। এই গবেষণাটি মার্সকোয়েক বা মঙ্গলের ভূমিকম্প থেকে পাওয়া সিসমিক তরঙ্গের গতি বিশ্লেষণ করে করা হয়েছিল; যা সম্প্রতি আরও জোরালো সমর্থন পেয়েছে।

জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের ইকুও কাটায়ামা এবং মেরিন জিওডায়নামিকস গবেষণা ইনস্টিটিউটের ইউয়া আকামাতসু নিশ্চিত করেছেন, নতুন এই ডেটা তরল পানির অস্তিত্বের ধারণাকে আরও জোরদার করছে। অনেক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, প্রাচীন মঙ্গলে প্রায় বিলিয়ন বছর আগে পানি ছিল। তবে আমাদের মডেল ইঙ্গিত দিচ্ছে, আজকের মঙ্গলেও তরল পানি থাকতে পারে বলেন তিনি।

এই আবিষ্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যদি মঙ্গলের ভূগর্ভে তরল পানি থাকে, তাহলে সেখানে ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাও থাকতে পারে। ভবিষ্যতে মঙ্গল গবেষণা ও মানব অভিযানের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। জিও নিউজ।

আরও পড়ুন

×