ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

করাচিতে স্টক এক্সচেঞ্জে হামলা, বন্দুকধারীসহ নিহত ৬

করাচিতে স্টক এক্সচেঞ্জে হামলা, বন্দুকধারীসহ নিহত ৬

ঘটনাস্থলে নিরাপত্তা রক্ষীরা-দ্য ডন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০২:০৫ | আপডেট: ২৯ জুন ২০২০ | ০২:১৪

পাকিস্তানের করাচিতে স্টক এক্সচেঞ্জে বন্দুকধারীর হামলায় অন্তত চার বন্দুকধারীসহ ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

সোমবার সকালে এ হামলা হয়। খবর দ্য ডনের

পুলিশ জানিয়েছে, তাদের চালানো নিরাপত্তা অভিযানে চার হামলাকারী নিহত হয়েছেন। এছাড়া পুলিশের এক সাব-ইন্সপেক্টর ও এক বেসামরিক নিহত হয়েছেন। 

স্টক এক্সচেঞ্জ ভবনটির অবস্থান করাচির উচ্চ নিরাপত্তা অঞ্চলে। কেন্দ্রীয় ব্যাংকসহ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকেরও প্রধান কার্যালয় রয়েছে সেখানে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার একটু আগে চার জঙ্গি তাদের গাড়ি থেকে নেমে গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়, এরপর স্টক এক্সচেঞ্জ ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চলায়। 

পাকিস্তান স্টক এক্সচেঞ্জের পরিচালক আবিদ আলী হাবিব বলেছেন, কার পার্ক থেকে এসে বন্দুকধারীরা হামলা চালায় এবং প্রত্যেকের ওপর গুলি চালাতে শুরু করে।

তবে হামলাকারী ঠিক কতজন ছিল এবং তারা কারা সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। 



আরও পড়ুন

×