ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

মহামারি ঠেকাতে একমত বিশ্ব

মহামারি ঠেকাতে একমত বিশ্ব

কোভিড-১৯-এর মতো মহামারি ঠেকাতে একমত হয়েছে বিশ্ব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫ | ০৫:৪৮

সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বার্ষিক সম্মেলনে মঙ্গলবার একটি নতুন চুক্তি নেওয়া হয়েছে। 

এই চুক্তির লক্ষ্য, ভবিষ্যৎ মহামারি থেকে বিশ্বকে রক্ষা করা। ডব্লিউএইচওর সদস্য দেশগুলো ঐকমত্যের ভিত্তিতে চুক্তিটি অনুমোদন করেছে। যদিও স্লোভাকিয়া এর ওপর ভোটাভুটির দাবি জানিয়েছিল। 

ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, এই চুক্তির ফলে বিশ্ব আরও সুরক্ষিত হবে এবং ভবিষ্যৎ মহামারির হুমকি থেকে আরও ভালোভাবে রক্ষা পাবে। চুক্তিটি জনস্বাস্থ্য, বিজ্ঞান ও বহুপক্ষীয় পদক্ষেপের এক বিজয়। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি স্বীকৃতি যে আমাদের নাগরিক, সমাজ ও অর্থনীতিকে কভিড-১৯-এর মতো ক্ষতির মুখে আর পড়তে দেওয়া যাবে না– বলেন তিনি। এএফপি।

আরও পড়ুন

×