সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে ইইউ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৫ | ০৫:৫৬
ট্রাম্পের এক ঘোষণার মাধ্যমে সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এবার ইউরোপীয় ইউনিয়নও সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাশার আল-আসাদের শাসনের অবসানের পর যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনে সহায়তা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূতরা ইতোমধ্যে এ সিদ্ধান্তের বিষয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন। মঙ্গলবার ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
এক দশকের বেশি সময় ধরে চলা সংঘাত, মানবিক সংকট এবং অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি সিরিয়া এখন আন্তর্জাতিক সহায়তা ও পুনর্গঠনের জন্য পশ্চিমা বিশ্বের দিকে চেয়ে আছে। আলজাজিরা।
- বিষয় :
- সিরিয়া