ঢাকা বুধবার, ১৬ জুলাই ২০২৫

গাজায় ইসরায়েলের হামলার বিবিসির সংবাদ পক্ষপাতদুষ্ট

গাজায় ইসরায়েলের হামলার বিবিসির সংবাদ পক্ষপাতদুষ্ট

ছবি: আলজাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ২২:১৫

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে প্রতিবেদন করতে গিয়ে পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ব্যাপক হতাহতের পরও তারা ফিলিস্তিনিদের উপেক্ষা করে ইসরায়েলের দাবিকেই প্রাধান্য দিয়েছে।  

ইসলাম নিয়ে সংবাদ প্রকাশ করা বিশেষায়িত ব্রিটিশ প্রতিষ্ঠান সেন্টার ফর মিডিয়া মনিটরিংয়ের (সিএফএমএম) নতুন এক গবেষণা প্রতিবেদনে এ চিত্র ফুটে উঠেছে। এতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৪ সালের ৬ অক্টোবর পর্যন্ত  বিবিসির করা ৩৫ হাজারেরও বেশি সংবাদ প্রতিবেদন ও সম্প্রচার বিশ্লেষণ করা হয়েছে।
 
প্রতিবেদন অনুযায়ী, বিবিসি প্রত্যেক ইসরায়েলি মৃত্যুকে ফিলিস্তিনি মৃত্যুর তুলনায় ৩৩ গুণ বেশি কভারেজ দিয়েছে। অথচ এই সময়ের মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ছিল ১ হাজার ২৪৬ জন, যেখানে গাজায় নিহত হয়েছিলেন অন্তত ৪২ হাজার ১০ জন, অর্থাৎ ৩৪ গুণ বেশি। সেখানে মানবিক বা ভুক্তভোগীদের জীবনগল্প তুলে ধরা হয়েছে ২৭৯ ফিলিস্তিনি ও ২০১ ইসরায়েলির, যা প্রায় সমান সংখ্যাই।

গবেষণায় উঠে আসে, বিবিসি ‘গণহত্যা’ শব্দটি ইসরায়েলি হতাহতের ক্ষেত্রে ১৮ গুণ বেশি প্রয়োগ করেছে এবং ‘হত্যা’ শব্দটি ২২০ বার ইসরায়েলিদের ক্ষেত্রে, অথচ মাত্র একবার ব্যবহার হয়েছে ফিলিস্তিনিদের ক্ষেত্রে। 

আরও পড়ুন

×