ঢাকা শনিবার, ১৯ জুলাই ২০২৫

কঠোর আন্দোলনের ডাক ইমরান খানের

কঠোর আন্দোলনের ডাক ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ২৩:০২

কারাগারে বসেই সরকার পতনে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান। পবিত্র আশুরার পর দেশের সব নাগরিক ও নিজ রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের ফের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি। 

শুক্রবার এমনটাই জানিয়েছেন কারাবন্দি ইমরানের বোন আলেমা খান। রাওয়ালপিন্ডিতে সন্ত্রাসবিরোধী আদালতের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পিটিআই প্রতিষ্ঠাতার বার্তা পৌঁছে দেন আলেমা। 

তিনি বলেন, ইমরান বলেছেন ২৭তম সংশোধনী বাস্তবায়নের পরিবর্তে ‘রাজতন্ত্র’ প্রতিষ্ঠা করা ভালো হবে। কারণ দেশে আজ যা আছে তা হলো, সরাসরি একনায়কতন্ত্র, যা জোর করে দেশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। ইমরানের এমন ঘোষণার পর পাকিস্তানজুড়ে সরকারবিরোধী আন্দোলনে নামার কথা জানিয়েছে পিটিআই। জি নিউজ।
 

আরও পড়ুন

×