ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

পদ ছাড়ছেন ট্রাম্পের উপদেষ্টা

পদ ছাড়ছেন ট্রাম্পের উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০১:০০

পদত্যাগের ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা ক্যালানি কনোয়ে। চলতি মাসের শেষ থেকে তিনি আর ট্রাম্প প্রশাসনে থাকছেন না।

পারিবারিক কারণ দেখিয়ে ক্যালানি এই পদত্যাগের ঘোষণা দেন বলে সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সময় ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার ছিলেন ক্যালানি। প্রথম নারী হিসেবে ট্রাম্প প্রশাসনে প্রবেশের পর দক্ষতার সঙ্গে হোয়াইট হাউসে জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব সামলান তিনি।

রোববার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টকে তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ক্যালানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ক্যালানি বলেন, চলতি আগস্টের শেষ থেকে আমি আর হোয়াইট হাউসে দায়িত্বে থাকছি না।

তিনি বলেন, আমার চার সন্তানের নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে।কয়েক মাস ধরে তারা বাড়ি থেকে দূরে গিয়ে ক্লাস করছে। ক্যালানি বলেন, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ভবিষ্যত পরিকল্পনা নিয়ে পরে জানাব।

 
 






আরও পড়ুন

×