রোহিঙ্গাদের নিরাপদে ফেরাতে মিয়ানমার ব্যর্থ: এইচআরডব্লিউ

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ১২:০২
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, সেনাবাহিনীর নির্যাতনের মুখে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার সরকার। সোমবার এক বিবৃতিতে এ মন্তব্য করেছে সংস্থাটি।
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের বাহিনী রোহিঙ্গাদের ওপর নির্যাতন, ধর্ষণ, হত্যা ও বাড়িঘর পুড়িয়ে দেওয়া শুরু করলে তারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এরপর থেকেই তারা কপবাজারের বিভিন্ন ক্যাম্পে বাস করছে। ক্যাম্পে বসবাসকালে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের নানা সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা অন্যতম।
এইচআরডব্লিউ আরও বলেছে, ২০১৭ সালে নির্যাতন শুরু হওয়ার পর থেকে সাত লাখ ৪০ হাজারেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে পালায়। যার বেশিরভাগই বাংলাদেশে এসে আশ্রয় নেয়। যদিও এর আগে থেকে আনুমানিক তিন থেকে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বাস করছে।
সংস্থাটির এশিয়াবিষয়ক ডিরেক্টর ব্রাড এডামস বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের উচিত আন্তর্জাতিক সমাধান গ্রহণ করা।
এদিকে মিয়ানমারের রাখাইনে বাস করা ৬ লাখ রোহিঙ্গা নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন। তাদের চলাফেরা কিংবা অন্য কোনো মৌলিক অধিকার নেই।
রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে অনেকবার পদক্ষেপ নিয়েছে। তবে রোহিঙ্গাদের পক্ষ থেকে আগ্রহ মেলেনি। এ জন্য তারা মিয়ানমারে ভয়ার্ত পরিবেশকে দায়ী করেছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার জন্য এখনও উপযুক্ত নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। এ ব্যাপারে সাদেক হোসেন নামের এক রোহিঙ্গা বলেন, একমাত্র অধিকার ফিরে পেলেই আমরা দেশে ফিরে যেতে রাজি আছি। শামীমা নামের আরেকজন বলেন, নির্যাতনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না- নিশ্চিত হলেই আমরা ফিরে যাব।