সেই উহানে স্কুল খুলছে মঙ্গলবার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২০ | ০৫:৪৪
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কেন্দ্রভূমি চীনের হুবেই প্রদেশের উহানে জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। এরই অংশ হিসেবে এবার সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান খুল দেওয়া হচ্ছে।
মঙ্গলবার থেকে উহানের স্কুল ও কিন্ডারগার্টেনগুলো পুনরায় খুলে দেওয়া হচ্ছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
গত ডিসেম্বরে উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে; যাতে প্রাণহানির ঘটনা প্রতি মুহূর্তেই বাড়ছে।
উহান কর্তৃপক্ষ জানিয়েছে, শহরজুড়ে দুই হাজার ৮৪২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এসব প্রতিষ্ঠানে চলতি শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রমে অংশ নেবে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী। তাদের জন্য প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে সোমবার খুলছে উহান বিশ্ববিদ্যালয়ও।
করোনা মোকাবিলায় এরই মধ্যে সুরক্ষামূলক নানা ধরনের ব্যবস্থাও নিয়েছে প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থীদের মাস্ক পরে ক্লাসে আসতে বলা হয়েছে, গণপরিহনে যাতায়াতকে নিরুৎসাহিত করা হয়েছে।
স্কুলগুলোতে স্থানীয় কর্তৃপক্ষের কাছে প্রতিদিনের স্বাস্থ্য প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিষ্ঠানের মধ্যে যেন শিক্ষার্থীরা বিনা কারণে জমায়েত না করে সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।