ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

বৈরুতে ধ্বংস্তূপের নিচে ‘প্রাণের স্পন্দন’!

বৈরুতে ধ্বংস্তূপের নিচে ‘প্রাণের স্পন্দন’!

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০ | ০৮:২০

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের একমাস পরেও ধ্বংসস্তূপের নিচে প্রাণের স্পন্দন পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে চিলির একটি উদ্ধারকারী দল। 

টোপস চিলি নামের উদ্ধারকারী দলটির একজন সদস্য বলেছেন, স্ক্যানিং মেশিন ব্যবহার করে তারা ধসে পড়া একটি ভবনের নীচ তলায় আটকে পড়া মানুষের বেঁচে থাকার চিহ্ন ধরতে পেরেছে। মেশিনে তাদের পালস ও শ্বাস প্রশ্বাসের শব্দ ধরা পড়েছে। খবর আল জাজিরার।

উদ্ধারকারী দলের সদস্যরা বলেছেন, জীবিত মানুষটি খুব সম্ভবত একজন শিশু হতে পারে। আর তারা কেবল একজন মানুষের বেঁচে থাকার চিহ্ন ধরতে পেরেছেন।

গত ৪ আগস্ট বৈরুতে বিস্ফোরণে ১৯১ জন নিহত হন। আহত হন ৬ হাজারেও বেশি মানুষ।চিলির উদ্ধারকারী দলটি বিধ্বস্ত ভবনগুলো পরিদর্শন করছিল, তখন তাদের সঙ্গের একটা কুকুর একটি ভবনের দিকে ছুটে যায়। এরপর তারা সেন্সর ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে থেকে প্রতি মিনিটে ১৮ টি শ্বাসচক্র শনাক্ত করেছে।

লেবাননে টপোস চিলির সঙ্গে কাজ করা এনজিও লাইভ লাভ লেবাননের সদস্য এডওয়ার্ড বিটার বলেছেন, আমরা বেশি কিছু আশা করছি না। তবে যদি কাউকে জীবিত পাওয়া যায়, সেটা একটা অলৌকিক ঘটনা হবে।

আরও পড়ুন

×