ইরানের পেট্রোকেমিক্যাল সেক্টরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০ | ০৮:৩৫
ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের ভোটাভুটিতে গো হারা হারলেও থেমে নেই যুক্তরাষ্ট্র। পরমাণু সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গিয়ে দেশটির বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি প্রয়োগ করেও শেষ পর্যন্ত হালে পানি পায়নি ট্রাম্প প্রশাসন। এরপরও দেশটি ইরানের ওপর নতুন নতুন নিষেধাজ্ঞা জারি করে চলেছে।
সর্বশেষ ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রয়ে সহযোগিতার অজুহাতে শুক্রবার নতুন করে আরও ৬টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ইরান, সংযুক্ত আরব আমিরাত ও চীনকেন্দ্রিক নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলো ইরানের পেট্রোকেমিক্যাল পণ্যের বিক্রয় এজেন্ট। এগুলোর বাইরেও ইরানি পেট্রোকেমিক্যাল পণ্যের কেনা-বেচা, স্থানান্তর কিংবা মার্কেটিংয়ে সাহায্যের অজুহাতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও ৫ টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এসব কোম্পানির তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।
বিশ্লেষকদের ধারণা, জাতিসংঘে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে পাত্তা না পেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন গায়ের ঝাল মেটানোর চেষ্টা করছেন। তাছাড়া নির্বাচনের মাত্র কয়েক মাস আগে জাতিসংঘের এই হার তার জন্য বিব্রতকরও বটে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুসারে চলতি বছরের ১৮ অক্টোবরে শেষ হতে যাচ্ছে ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ। যুক্তরাষ্ট্র চেয়েছিল সে মেয়াদ আরো বাড়ানোর জন্য। কিন্তু নিরাপত্তা পরিষদের ১৩ সদস্যই তাদের প্রস্তাবের বিপক্ষে রায় দেওয়ায় তাদের সকল তৎপরতা ভেস্তে গেছে। সূত্র : ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট।