ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

আমিরাতের কাছে উন্নতমানের অস্ত্র বিক্রিতে ইসরায়েলের সম্মতি

আমিরাতের কাছে উন্নতমানের অস্ত্র বিক্রিতে ইসরায়েলের সম্মতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০ | ১০:৫১

সংযুক্ত আরব আমিরাতের কাছে যুক্তরাষ্ট্রের উন্নতমানের অস্ত্র বিক্রির বিরোধিতা করে ইসরায়েল। তবে গোপনে দেশটির কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির ব্যাপারে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অস্ত্র বিক্রির জন্য নিজেদের গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়িত্বও দেয়া হয়েছে। খবর পার্স টুডে’র।

এর আগেও আমিরাত যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চেয়েছিল। কিন্তু ইসরায়েলের বিরোধিতায় যুক্তরাষ্ট্রের পক্ষে রাজি হওয়া সম্ভব হচ্ছিল না। কারণ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বিশ্বস্ত মিত্রকে চটাতে চায় না। কিন্তু গত ১৩ আগস্ট আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এর পর থেকে আমিরাতের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা বন্ধ রয়েছে।

দৈনিক নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানা গেছে, ট্রাম্প প্রশাসন আরব আমিরাতের কাছে আধুনিক মানের উন্নত অস্ত্র বিক্রি করতে চায় এবং নেতানিয়াহু ব্যক্তিগতভাবে এই পরিকল্পনার সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন।

এসব বিষয়ে মোসাদকেও কাজে লাগাতে চাইছেন নেতানিয়াহু। মোসাদকে প্রয়োজনীয় গোপন তথ্য আমিরাতের কাছে সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন তিনি। ইসরায়েলের মন্ত্রিসভায় অবশ্য আমিরাতের কাছে অস্ত্রবিক্রির ব্যাপারে দ্বিধাবিভক্তি রয়েছে। একদল মনে করছে, এর ফলে আমিরাতের সঙ্গে নতুন সূচিত সম্পর্ক আরো ঘনীভূত হবে। তবে অন্য দলের ধারণা, এতে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হবার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাবে না।

আরও পড়ুন

×